চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার অভিযানে চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। সোমবার (১৭ জুলাই)  চান্দগাঁও থানাধীন খাজা রোড ও রামু থানার রাজারকুলস্থ নাশিরকুলের শিকলঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ পরিদর্শক পল্লব কুমার ঘোষ।

আটককৃতরা হলেন : মো. মহিউদ্দিন, মো. কামাল উদ্দিন ও মো. জয়নাল আবেদীন প্রকাশ আবু।

উপ পরিদর্শক পল্লব কুমার ঘোষ বলেন, চান্দগাঁও থানাধীন খাজা রোড থেকে মো. মহিউদ্দিনকে চোরাই মোটরসাইকেলসহ আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের নাশিরকুলের শিকলঘাট এলাকা থেকে মো. কামাল উদ্দিন ও মো. জয়নাল আবেদীন প্রকাশ আবুকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট