চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ মে, ২০২৪

চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এতে করে চট্টগ্রামের সঙ্গে  সিলেটের দূরত্ব কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

উদ্বোধনে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এ সার্ভিস চালু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান।

বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ফ্লাইটটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর আবার চট্টগ্রাম ফিরে আসবে।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৭ মার্চের টিকিটে ১৭ শতাংশ ছাড় দেওয়া হয় যাত্রীদের। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট