আজ পবিত্র শবে বরাত। এটি লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত। হাদিস শরিফে এ রাত্রির জন্য এ পরিভাষা-ই ব্যবহার করা হয়েছে। তবে উপমহাদেশে যুগ যুগ ধরে শবে বরাত নামেই এ রাত্রির বহুল পরিচিতি রয়েছে। কোনো কোনো ইসলামী চিন্তাবিদ এ রাত্রিকে লাইলাতুল বারাআহ বা নিষ্কৃতির রাত বা গুনাহ থেকে মুক্তির রাতও বলে থাকেন। বহু মুসলিম দেশে এ রাত্রি সিয়াম-কিয়ামের মধ্যদিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর ভক্তি সহকারে পালিত হয়। এ রাতের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু […]