কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় ওই আস্তানা থেকে ৮ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখার তথ্য পাই। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় জুম্মাপাড়া এলাকায় তাদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা […]