কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সৈয়দ উল্লাহ (১০)। সে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইমান হোসেনের ছেলে। আহতরা হল- মো. তৈয়বের ছেলে সৈয়দ নুর (১৫) ও একই ক্যাম্পের মো. জুনায়েদের ছেলে এনায়েত রহমান (৬)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পে কিছু রোহিঙ্গা পাহাড় কাটছিল। পাহাড়ের নিচে কিছু […]