মা জানে না তার প্রিয় আদরের সন্তান শাহীন আর বেঁচে নেই। স্বজনরা এ খবর জানলেও তার মা খোরশিদাকে ছেলের মৃত্যুর সংবাদ না জানাতে পাঠিয়ে দেন বাপের বাড়িতে। তবে স্বজনদের এখন শুধু অপেক্ষা শাহীনের কফিনবন্দী লাশের জন্য। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী মোহাম্মদ শাহীন উদ্দিন নামের চট্টগ্রামের রাউজানের এক যুবক মারা গেছেন। রবিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ওমানের মাস্কাটে দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত শাহীন রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লঙ্কর […]