উপজেলার কেরানিহাট একটি ব্যবসায়িক ব্যস্ততম এলাকা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে হাট-বাজার ও শপিং মল থেকে কেনাকাটা করতে। তবে গত কয়েক মাসের সিএনজি চালক-মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে ঘটেছে ছোট-বড় কয়েকটি ঘটনা। এতে আতঙ্কিত হয়ে ক্রেতারা ছাড়ছেন কেরানীহাট বাজার থেকে কেনাকাটা। ফলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায় নামছে ধস। জানা যায়, কেরানীহাট হযরত কালু শাহ (রহ.) সিএনজি ফোর স্ট্রোক চালক বহুমুখী সমবায় সমিতি ও উত্তর সাতকানিয়া আওয়ামী মোটরচালক লীগ নামে দুইটি সংগঠন সিএনজি চালকদের নেতৃত্বে আছে। কালু শাহ সমবায় […]