৬৫ দিন সাগরে মাছ শিকার বন্ধের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে সেন্টমার্টিনে জেলেরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রবাল দ্বীপের জেটিঘাট সংলগ্ন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও পেস্টুন নিয়ে দ্বীপের শত শত জেলে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইলিশের ভরা মৌসুমে সাগরে ৬৫ দিন সব ধরনের মাছ ধরা বন্ধ করায় উপকূলীয় এলাকার সেন্টমার্টিনে জেলেরা না খেয়ে দিন পার করছেন। অতি সম্প্রতি ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত […]