চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ৪ লাখ ৭০ হাজার টাকা। মঙ্গলবার (২৩ মে) দিনব্যাপী দানবাক্সের এ টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী। বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় টাকা গণনাকালে উপস্থিত ছিলেন, এস আই মোবারক হোসেন, এএসআই আনিসুর রহমান ভূঁইয়া, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলি, মো. হাসান চৌধুরী, মো. মোরশেদ, মাওলানা আবদুল মোতালিব, আছাফিকুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূর্বকোণ/জেইউ/পারভেজ