বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে ৭টি সেচ স্কিমের আওতাধীন ২৫০ একর জমিতে এ বছর বোরো ধানের আবাদ করবেন না বলে জানিয়েছেন কৃষকেরা। গেল বছর রায়খালী খালের পানি ক্ষেতে সেচ দেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে আর্থিক লোকসান গুণতে হয় কৃষক ও সেচ স্কিম ম্যানেজারদের। এনিয়ে তারা বিভিন্ন দপ্তরে গেলেও এর সুরাহা পাননি বলে জানিয়েছেন। ফলে এবছর নতুন করে ক্ষতিগ্রস্ত হতে চান না তারা। সারোয়াতলীর মাঝির পাড়া বিলের সেচ স্কিম ম্যানেজার মো. নুরুল আবচার বলেন, গেল বছরে বোরো আবাদ করে ধান তো […]