টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির আরও ১১ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ঝিমংখালী সীমান্ত দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে প্রবেশ করেছে ৮ জন। শনিবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ পর্যন্ত ২৮৫ জন মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্য মিয়ানমারের জাহাজে নৌপথে আগামী ২২ এপ্রিল […]