চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রির সময় ৩টি এস্কেভেটর বিকল করে দিয়েছে সেনাবাহিনী। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখাল সংলগ্ন এলাকায় সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, কৃষিজমি থেকে রাতের আঁধারে টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩টি এস্কেভেটর রেখে […]