বায়ার্ন মিউনিখ ৯: ২ দিনামো জাগরেব ইউরোপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিকের গোলবন্যার ঝলক। দিনামো জাগরেবের জালে একে একে ৯ গোল। অবশ্য শান্তনার ২ গোলও করলো জাগরেব। মোট ১১ গোলের ম্যাচ দেখলো ফুটবল প্রেমিরা। সব মিলিয়ে হিসাব করলে এই ১১ গোল চ্যাম্পিয়নস লিগের কোনো নির্দিষ্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোল। এর আগে ২০০৩ সালে ১১ গোল দেখা গিয়েছিল মোনাকো ও দিপার্তিভো লা করুনার ম্যাচে। সেই ম্যাচে ৮–৩ গোলে জিতেছিল মোনাকো। আর এই তালিকায় সবার ওপরে আছে ২০১৬ সালের বরুসিয়া ডর্টমুন্ড […]