নতুন ভিসি যিনিই হোক, আমার কিছু দাবি-দাওয়া আছে। লিখে জানিয়ে রাখছি। হাতে হাতেও পৌঁছিয়ে দিবো। সরাসরিও বলবো, ইনশাআল্লাহ। ১। ফুলেল শুভেচ্ছা নিবেন না দয়াকরে। এসব আসলে ফুল নয়, স্রেফ তেল। বিদায় বেলায় যেন ফুল পান, সম্মানের সহিত বিদায় নিতে পারেন – সেটা নিশ্চিত করুন। ২। প্রতিটি ডিপার্টমেন্টের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করুন। ৩। ডিপার্টমেন্টের নবীন-বরণ, হলের স্পোর্টস ইত্যাদিসহ ভার্সিটির সব প্রোগ্রামে আপনার যাওয়ার দরকার নেই। এসব দাওয়াত পেলে সবিনয়ে না করে দিবেন। ৪। আপনার ফিল্ডের বাইরের কোন সেমিনার/সিম্পোজিয়াম […]