বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে নিম্ন-মধ্যম আয়ের দেশে (Lower-Middle Income Country – LMIC) আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে। এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক অর্জন। কিন্তু এই অর্জনের ভেতরেই লুকিয়ে আছে এক অদৃশ্য ঝুঁকি, যাকে অর্থনীতিবিদরা বলেন খগওঈ ঞৎধঢ় বা নিম্ন-মধ্যম আয়ের ফাঁদ। এলএমআইসি ট্র্যাপ কী? LMIC Trap মানে হলো- একটি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে এলেও দীর্ঘদিন ধরে নিম্ন-মধ্যম আয়ের স্তরেই আটকে থাকে। উন্নত আয়ের দিকে অগ্রসর হতে পারে না। প্রথমদিকে দেশগুলো দ্রুত বাড়ে সস্তা শ্রম, মৌলিক শিল্পায়ন ও রপ্তানি-নির্ভর প্রবৃদ্ধির […]