ইরানের আরাক ভারী পানি পারমাণবিক রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী রিঅ্যাক্টরের আশপাশে বসবাসকারী জনগণকে অবিলম্বে সেখান থেকে সরে যেতে হুঁশিয়ারি দিয়েছিল। ভারী পানি পারমাণবিক রিঅ্যাক্টর ঠাণ্ডা রাখতে সাহায্য করে, তবে এর উপজাত হিসেবে প্লুটোনিয়াম উৎপন্ন হয় যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। তবে ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে। প্লুটোনিয়ামের উৎপাদন সীমিত করার লক্ষ্যে ব্রিটেন এর আগে ইরানি […]