চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সী-বিচ এলাকা জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে আনোয়ার আজম খান (৪০) নামে এক ব্যক্তি সাগরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আনোয়ার আজম খান নোয়াখালী জেলার শ্যানবাগ এলাকার নুরু খানের ছেলে। আনোয়ার আজম খান এম স্টল স্টক নামে ওই জাহাজের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাজাহের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব বলেন, আমরা ওই জাহাজ থেকে গত তিন দিন আগে নেমে এসেছি। জাহাজটি এখানে ১৮ দিন ছিল। […]