বাসের যাত্রী সেজে কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক নিয়ে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের ইয়াবা, আইস, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদও উদ্ধার করা হয়। বুধবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যাত্রী সেজে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে এসব মাদক পাচার […]