শিল্প, সাহিত্য এবং সংকৃতি বিকাশে কবিতা ও গানের মাধ্যমে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা। শুক্রবার (১৯ মে) বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা আহসানুল হক মিনু। আবৃত্তিশিল্পী সাফা মারওয়া ও সংস্কৃতি কর্মী মহসীন জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন মানব-পাচার ও অপরাধ দমন ট্রাইবুনাল, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, প্রধান আলোচক লেখক ও সমাজসেবী অধ্যাপক রীতা দত্ত। শিল্পাঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি, চিত্রশিল্পী কাজী মোছাম্মৎ শামীমা আক্তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। […]