বিদেশ থেকে জাহাজে আমদানি করা জ্বালানি তেল খালাসে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে সরাসরি তেল খালাসে নেওয়া ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে এ মাসেই। সৌদিআরব থেকে আসা জাহাজের ডিজেল এসপিএম পাইপলাইন দিয়ে আগামী ২৫ জুন পরীক্ষামূলকভাবে খালাসের কথা রয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে নেওয়া বড় এই প্রকল্পটি চালু হলে আমদানি করা তেলবাহী জাহাজ থেকে জ্বালানি খালাসে আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। গভীর সাগরে […]