এবারের কোরবানির হাটে শুরু থেকে একটা গুমোট ভাব ছিল। বিক্রেতারা কম দামে পশু ছাড়েনি। ক্রেতারাও দরদামে সময় পার করেছে। তবে শেষের দিকে এসে বড় গরুর চাহিদা এবং দাম দুটোই কমেছে। অনেক খামারেই কোরবানির জন্য প্রস্তুত রাখা গরু অবিক্রিত রয়ে গেছে। সব গরু বিক্রি করতে না পারায় অনেক খামারি হতাশ হয়েছেন। জানতে চাইলে নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল পূর্বকোণকে বলেন, অন্যবারের তুলনায় এবার অন্তত ৩০ শতাংশ কোরবানিদাতা কমেছে বলে তার ধারণা। আর যারা বড় গরু কিনে কোরবানি দিতেন, […]