সপ্তাহখানেক আগেও চট্টগ্রামে ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল ৩০ এর নিচে। দুইদিনের ব্যবধানে ডায়রিয়া রোগীর সংখ্যা দাঁড়ায় ৪৫ জন। আরও পাঁচ দিনের ব্যবধানে সে সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে বর্তমানে ৮২ তে এসে ঠেকেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত ডায়রিয়ার প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য মিলেছে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি সময়ে ভারী বর্ষণের কারণে বিভিন্ন অঞ্চলে প্লাবিত হওয়ায় দূষিত হয়ে পড়েছে পানি। আর এসব পানি ব্যবহারের ফলে ডায়রিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। সামনে […]