চট্টগ্রাম নগরীর ১৬ থানায় ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৪৫৪টি বৈধ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ৩৮৪টি। গতকাল ৩ সেপ্টেম্বর বৈধ অস্ত্র জমা দেয়ার শেষদিন ছিল। বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ এই তথ্য জানান। তিনি জানান, কোতোয়ালি থানায় ৫৩টি, পাঁচলাইশ থানায় ৯৫, বাকলিয়ায় ৫, সদরঘাটে ২১, চকবাজারে ৩১, চান্দগাঁওয়ে ২৫, খুলশীতে ৭০, বায়েজিদে ৮, ডবলমুরিংয়ে ১৯, হালিশহরে ১৭, পাহাড়তলীতে ৯, আকবরশাহ ২, বন্দর থানায় ১২ , ইপিজেডে ৭, পতেঙ্গায় ৩ ও কর্ণফুলী থানায় […]