চট্টগ্রাম মহানগরে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে কাট্টলি এলাকার একটি আশ্রয়কেন্দ্রে সাগরবর্তী এলাকা বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী পূর্বকোণকে বলেন, ‘মহানগরে ৯৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। পাহাড় পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দা ও সাগর তীরবর্তী এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। টানা বর্ষণে পাহাড়ধসের আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার সকাল […]