বিএনপির রোডমার্চ কর্মসূচির পর এবার সক্রিয়ভাবে মাঠে নামছে নগর আওয়ামী লীগ। প্রথম ধাপে আট দিনের টানা কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠ দখলে নামছে দলটি। গণসমাবেশ, শোভাযাত্রা ও আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণসভাসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ ধরনের কর্মসূচি নিয়ে মাঠে শক্তি দেখাতে সরব থাকবে দলটি। এসব কর্মসূচিতে যোগ দিবেন দলের কেন্দ্রীয় নেতারাও। আওয়ামী লীগ সূত্র জানায়, সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরা, নেতাকর্মীদের উজ্জীবিত করা, বিএনপির রোডমার্চের বিপরীতে মাঠে শক্তি দেখানো ও […]