ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৬তম ২৬ আশ্বিন ওরশ শরিফ আজ শুক্রবার (১১ অক্টোবর) মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মন্জিলে উদযাপিত হচ্ছে। বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাত দশটায় কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওরশ এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ […]