দাবা খেলে বিশ্ব দরবারে লাল-সবুজের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান মহিলা বিভাগে চট্টগ্রাম চ্যাম্পিয়ন উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। নগরীর সিটি কলেজে দ্বিতীয় বর্ষে পড়ুয়া লুবাবা অনেকটা স্রোতের বিপরীতে একাই লড়ছেন, নেই কোন স্পন্সর, নেই নিয়মিত অনুশীলনের সুযোগ, তারপরও তাঁর স্বপ্নের পরিধি বিস্তৃত। হতে চান দেশের প্রথম নারী গ্র্যান্ড মাস্টার। তাঁর স্বপ্ন ডানা মেলেছে অনেক আগেই। গেলো ১০ বা তারও বেশি বছরে সময়ে চট্টগ্রামের তৃতীয় টাইটেল প্লেয়ার লুবাবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৮ […]