শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা । মনড ব্র্যান্ডের উক্ত সিগারেটগুলো ১৫১৪ কার্টনে দুবাই এবং শারজাহ হতে আনা হয়েছিল। দুবাই থেকে আগত ফ্লাইট নম্বর-বিএস ৩৪৪ এর চারজন যাত্রী হতে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার রাত শোয়া এগারটার দিকে কাস্টমস কর্মকর্তারা এই তথ্য জানান। যাত্রী চারজন হলো- মিজানুর রহমান, মো. রেদোয়ান, রেজাউল করিম, সালাউদ্দিন। কাস্টমস কর্মকর্তারা জানান, সিগারেটের চালানটি আটকপূর্বক ডিটেনশন মেমো ( ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে জমা করা হয়েছে […]