চট্টগ্রাম শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে ২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন শুভ

২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ফটিকছড়ির শুভ

ফটিকছড়ি সংবাদদাতা

৩১ জানুয়ারি, ২০২৬ | ৬:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা শুভ সরকার হৃদয় (২০) দীর্ঘ ২৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

গত ৩১ জানুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার আজম রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুভ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ২৩ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে তার মৃত্যু হয়।

নিহত শুভ রোসাংগিরী জয় রাম সংঘের উপদেষ্টা শিমুল সরকারের একমাত্র সন্তান। রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়েব আল সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভর এই অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট