চট্টগ্রাম শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক

লোহাগাড়া সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে ভুয়া এনআইডি কার্ড, কিছু মোবাইল সিম কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

  

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ৪৫ জন রোহিঙ্গার মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান,” উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় অবৈধভাবে বসবাসরত এসব রোহিঙ্গাদের একাধিক অভিযান পরিচালনা করে আটক করা হয়।”

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় বসবাসরত মোট ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ৪৫ জন রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হয়েছে। লোহাগাড়ায় ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট