চট্টগ্রাম শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

বাঁশখালীতে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে বাঁশখালী সেনা ক্যাম্পের সদস্যরা বৈলছড়ি ইউনিয়ন ও চাম্বল বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তাররা হলেন বৈলছড়ির বদিউল আলম (৫০), তার সহযোগী দীপেশ চক্রবর্তী (৩৫), এবং চাম্বল বাজারের মো. সেকান্দার (৪০) ও মোহাম্মদ ফরহাদুল ইসলাম (৩৫)।

 

অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ৬৩৬ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ, নগদ ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দীপেশ চক্রবর্তীর বাড়ি থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১০ রাউন্ড খালি কার্তুজ এবং ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছ। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা প্রতিরোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট