চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
আটক ছেলে

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

লোহাগাড়া সংবাদদাতা

২২ আগস্ট, ২০২৫ | ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।

 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ ওয়ার্ডের মোছনারহাট এলাকার নিজ বাড়ি থেকে বাবার সহযোগিতায় মো. রুবেলকে (৩৮) আটক করে পুলিশ।

 

পিতা হাজি শফিক আহম্মদ জানান, দীর্ঘ সময় ধরে ছেলে মদ্যপান করে আসছিল। বাবা পারিবারিক ও সামাজিকভাবে বলার পরও সে মাদকসেবন করে যাচ্ছিল। এমনকি মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর শারীরিকভাবে নির্যাতন করত। আজ দুপুরেও মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া শুরু করে। তাই স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় পুলিশকে জানালে পুলিশ তাকে মাদকদ্রব্যসহ আটক করে।

 

রুবেলের মা জয়নাব বেগম বলেন, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে-মেয়েরা খুন করলেও মা-বাবা তাদের পক্ষ নেন কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে।

 

ইউপি সদস্য আবু বক্কর বলেন, এই ছেলের একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক নিয়ে আসে অবৈধ ব্যবসা করার জন্য। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

চুনতি পুলিশ ফাঁড়ির সদস্য এ এফ এম জিয়াউল হুদা জানান, অভিযুক্ত রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট