
কক্সবাজারের পেকুয়া রাজাখালী চাকলাদার পাড়ার এজাহার মিয়ার দ্বিতীয় ছেলে ও মোছাম্মৎ ইয়াছমিনের পিতা মৌলভী বুজুরুজ মেহের (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) বিকাল ৩টায় চাকলাদার পাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বেশকিছু ধরে মৌলভী বুজুরুজ মেহের বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তাঁকে
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান।
এদিকে, আরএম এলামনাই (রাজাখালী মাদ্রাসা) এসোসিয়েশনের সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিনের পিতা মৌলভী বুজুরুজ মেহেরের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সভাপতি শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ আলী জাফর সাদেক, যুগ্ম সম্পাদক শিক্ষক মুহাম্মদ শওকত আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এহছানুল হক, অর্থ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ শিবলী, অফিস সম্পাদক শিক্ষক মো. গোফরানুল কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক মুহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।
পূর্বকোণ/এএইচ