চট্টগ্রাম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলনের সময় একজন গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৫ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার এবং ২৫০ ফুট পাইপ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৫) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকায় সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলে অপরাধে প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সাতকানিয়া বাজালিয়ায় কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়েছি তথ্য সংগ্রহ করি। পরে এসবের সত্যতা থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে ১’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট