অভাব অনটনের সংসারে পড়ালেখা করে এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বোয়ালখালী পৌরসভার উম্মে হাবিবা আঁখি। তবে পরীক্ষায় উত্তীর্ণ হলেও পিতৃহারা আঁখির চিকিৎসক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি ও তার পরিবার।
বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবিলদার বাড়ির বাসিন্দা প্রবাসী মো. বেলালের তিন সন্তানের মধ্যে আঁখি সবার বড়। আঁখির ছোট ভাই ও বোন স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আঁখি কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেধা তালিকায় তিনি ৩০৯০তম।
জানা যায়, ২০০৮ সালে বাবাকে হারানো আঁখি মা কামরুন্নাহারের প্রেরণায় স্কুল ও কলেজে ভালো ফলাফল করেন। এরই ধারাবাহিকতায় তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও ভর্তির খরচ ও পড়াশোনা এগিয়ে নিতে দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। ভর্তির বিষয়ে আর্থিক সহায়তা চেয়েছেন আঁখি ও তার পরিবারের লোকজন।
উম্মে হাবিবা আঁখি বলেন, আমি নিজে টিউশনি করে এতদিন নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। কিন্তু মেডিকেলে পড়ার খরচ জুটবে কীভাবে? আমার সাথে মাও দুশ্চিন্তায় আছেন।
আঁখির মা কামরুন্নাহার জানান, আঁখি ছোট থেকেই পড়াশোনায় ভালো। শিক্ষকরা তাকে সহযোগিতা করেছেন। অভাবের সংসারে এখন মেয়ের পড়ালেখার খরচ দেওয়া খুব কষ্ট হবে। এ অবস্থায় কেউ যদি সহযোগিতা করে তাহলে মেয়েটা ভালোভাবে পড়ালেখা শেষ করতে পারবে।
আঁখির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজির আহমদ বলেন, আঁখি অনেক মেধাবী। সে ও তার ভাইবোনরা ছোট থেকেই কষ্ট করে পড়ালেখা করছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সকলে সহযোগিতা করলে আঁখি তার স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন ভালো চিকিৎসক হয়ে দেশের মানুষকে সেবা দিতে পারবে।
পূর্বকোণ/ইব