আধ্যত্মিক এই সাধকের স্কুলে হাজিরা দিতে লাখো মানুষ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে সমাবেত হয়েছে, হচ্ছে। উদ্দেশ্য একটাই, গাউছে মাইজভাণ্ডারীর উছিলায় আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করা।
শুক্রবার (২৪ জানুয়ারি) গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ প্রকাশ হযরত সাহেব কেবলার ১১৯তম বার্ষিক ওরশের প্রধান ও শেষ দিন। কলিকাতা আলীয়া মাদ্রাসার সাবেক ছাত্র হযরত সাহেব কেবলা ১৯০৬ সালের ২৩ জানুয়ারি, হিজরী ১৩২৩ এর ২৭ জিলক্বদ বাংলার ১৩১৩ সালের ১০ মাঘ সোমবার ৭৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। সে থেকে অদ্যাবদি আজকের দিনটিতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গাউছুল আজম হযরত সাহেব কেবলার ওরশ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে পালন করা হয়।
শতবৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর এই মহান অলীর ওফাত (তিরোধান) দিবসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে ভক্ত অনুরক্ত আশেকরা দরবারে সমাবেত হয়েছে, হচ্ছে। ওরশ উপলক্ষে দরবারের আওলাদগণ স্ব-স্ব মঞ্জিলের পক্ষে গত ১০দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে ওরশ শরীফ পালন করছে। গতকাল (বৃহম্পতিবার) দিনের বেলায় পৃথক পৃথকভাবে ওরশের প্রধান দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়।
আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়ার) পক্ষে গতকাল দুপুর ১২টায় মাজার গোসল শরীফ, খতমে কোরআন, গিলাপ চড়ানো ও মিলাদের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়েছে বলে জানা যায়। আজ (জুমাবার) রাত ১২টায় আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়ার) পক্ষে সর্বশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন (সাজ্জাদানশীনে গাউছিয়া আহমদিয়া মন্জিল) আলহাজ শাহ ছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।
এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর পক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় কোরআনখানি, খতমে গাউছিয়া আদায়ের মাধ্যমে পবিত্র ওরশ শরীফের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে।
আজ (জুমাবার) দরবারের শাহী ময়দানে জুমার নামাজ ও বা’দ এশা বয়ানে শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল শেষে রাত ১১টায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের জিম্মাদার, সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (ম.) গুরুত্বপূর্ণ বয়ানের পর তিনি আশেক ভক্তসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
দরবারের অন্যান্য মন্জিলেও আজ (জুমাবার) সন্ধ্যা পরবর্তী বিভিন্ন সময়ে আখেরি মোনাজাতের মাধ্যমে উনাদের ১০ মাঘের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
পূর্বকোণ/ইব