চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২৪ | ১০:০৯ অপরাহ্ণ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ জুন) দুই কোটি ৪৫ লাখের বেশি ভোট গণনা শেষে এক কোটি ৪০ লাখ ভোটে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান।

 

৯৫ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খামেনির সমর্থনপুষ্ট কট্টরপন্থী সাঈদ জালিলি। তাই, আগামী শুক্রবার এই দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট।

 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দাঁড়িয়েছে এক জটিল সমীকরণে। কারণ,শনিবারের ফল ঘোষনায় কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পায়নি, ফলে নির্বাচন গড়াচ্ছে দ্বিতীয় দফায়।

 

এদিনের প্রাপ্ত ফলে, সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান এক কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়ে আছেন প্রথম অবস্থানে। আর ৯৫ লাখ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন খামেনি সমর্থিত কট্টরপন্থী সাঈদ জালিলি।

 

এখন নিয়ম অনুযায়ী এই দুজনের মধ্যেই আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। করণ প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেদিনই হবে পরবর্তী ধাপের ভোট। এরমধ্য দিয়ে রাইসির উত্তরসুরী নির্বাচনে তৈরি নতুন আরেক মঞ্চ।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, কোনো প্রার্থীই এককভাবে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। এমনকি বেশি আলোচনায় থাকা কট্টরপন্থী নেতা ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ক্বালিবাফ পেয়েছেন মাত্র ৩৩ লাখ ভোট।

 

সাঈদ জালিলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে দিনশেষে প্রথম দফায় সংস্কারপন্থী পেজেশকিয়ানকেই বেশি সমর্থন দিয়েছে ইরানের মানুষ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন