চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মারী স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে গতকাল সকালে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শুরুর পূর্বে স্টেডিয়ামে স্থানীয় শিল্পীরা নৃত্যগীত পরিবেশন করে। গতকাল উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে বরকল উপজেলা দল ১ – ০ গোলে রাঙামাটি সদর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয় এবং বালক গ্রুপে দুই উপজেলার দলের মধ্যে ১ – ১ গোলে ড্র হলে পরে ট্রাইব্রেকারে ৫ – ৪ গোলে বরকল উপজেলা দলকে হারিয়ে রাঙামাটি সদর উপজেলা দল বিজয়ী হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট