চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে অভিযানে বিস্ফোরণে হতাহত ২

বান্দরবান প্রতিনিধি

১৮ মে, ২০২৩ | ১২:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার মায়ানমার সীমান্তে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমা বিস্ফোরণে একজন নিহত ও  একজন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের জারুলছড়ি এলাকাযর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জুয়েল ত্রিপুরা (২৬) । আহত হয়েছেন আব্রাহাম ত্রিপুরা (৩৫)। এরা দুজন ওই এলাকার বাসিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দ। অভিযানের সময় কেএনএফ এর পুঁতে রাখা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়। থানচি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছেন হাসপাতালে আনার আগেই জুয়েল ত্রিপুরা মারা যায়। গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় কেএনএফ এর আস্তানায় অভিযানের সময় কেএনএফ’র অতর্কিত হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান চলছে।

 

পূর্বকোণ/মিনারুল/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট