
সারাদিনের রোজার ক্লান্তি শেষে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে মুহূর্তে চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ঘর।
আজ রবিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের রায়হান উদ্দিন কেরানির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে যায় মৃত শাহাদাত আলীর ঘর। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণংকারসহ আসবাবপত্র পুড়ে যায়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ