চট্টগ্রাম রবিবার, ১২ মে, ২০২৪

সর্বশেষ:

সাইফউদ্দিনের পঞ্চাশতম ম্যাচ

স্পোর্টস ডেস্ক

৯ আগস্ট, ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও ৫ম ম্যাচ চলছে মিরপুরের হোম অব ক্রিকেটে। ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। টানা ৪ ম্যাচে ব্যর্থতার পর সোমবারের ম্যাচে সৌম্য সরকারকে দিয়ে ওপেনিং করানো হয়নি। তবে ওপেনিং না করলেও মিডল অর্ডারে নেমে ১৮ বলে ১৬ রান করে আউট হন তিনি।

এই প্রতিবেদন তৈরির সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬ ওভারে ৫ উইকেটে ৯৬। ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন ঘটেছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও শামীম পাটোয়ারি। একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। আর তাতে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন, এখনো টেস্ট খেলার সুযোগ হয়নি ফেনীর এই ক্রিকেটারের। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ২৯ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ২১ টি টি-টোয়েন্টি খেলেছেন।

ওয়ানডেতে ৩৬.২ গড়ে ৩৬২ রান ও টি-টোয়েন্টিতে ২০.৫ গড়ে ১৬৪ রান করেছেন এই অলরাউন্ডার। এছাড়াও বল হাতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪১ ও ১৮ টি করে উইকেট নিয়েছেন।

পূর্বকোণ/কিরণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট