চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ১৯৪

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই, ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

শরিফুল ইসলাম ২৭, সাকিব আল হাসান ২৪। এই দুই বোলার তাদের কোটার ৪ ওভারে মিতব্যায়ী হলেও তাসিকন আহমেদ তার দুই ওভারে ২৮, নাসুম আহমেদ ৩ ওভারে ৩৭, মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৫০ রান খরচ করলে বোঝাই যায় প্রতিপক্ষের স্কোরকার্ড কতটা বড় হতে পারে।

হারারেতে সৌম্য সরকার ৩ ওভারে মাত্র ১৯ খরচ করে ২ উইকেট শিকার করলেও অন্য বোলারদের ব্যর্থতায় স্বাগতিক জিম্বাবুয়ে ‘ফাইনাল’ এ বাংলাদেশের সামনে তাই ছুঁড়ে দিয়েছে ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল টার্গেট। সিরিজ জিততে হলে তাই পাহাড় ডিঙ্গাতে হবে বাংলাদেশকে। তবে এটা অসম্ভব নয়। কারণ শ্রীলংকার বিরুদ্ধে ২১৪ চেজ করে জয়ের রেকর্ডও আছে টাইগারদের।

গতকাল বাংলাদেশ বোলারদের মধ্যে সৌম্য ছাড়া সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব একটি করে উইকেট লাভ করেন। জিম্বাবুয়ের পক্ষে ওয়েসলি মাধভেরে ৩৬ বলে ৫৪, রেজিস চাকাভা ২২ বলে ৪৮, রায়ান বার্ল ১৫ বলে ৩১ ও ডিয়ন মায়ার্স ২১ বলে ২৩ রান করেন। ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটাররা ১৪টি চার ও ১০টি ছয়ের মার মারেন।

পূর্বকোণ/কিরণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট