চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এন্টিগায় প্রথম টেস্ট জিতল ভারত

২৭ আগস্ট, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

এন্টিগায় উইন্ডিজকে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। ক্যারিবীয়দের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ৩১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। আর এতেই সৌরভ গাঙ্গুলির বিদেশের মাটিতে ১১ টেস্ট জয়ের রেকর্ড ভেঙে ১২ টেস্ট জয় করলেন অধিনায়ক কোহলি। সেই সাথে মহেন্দ্র সিং ধোনির ২৭ টেস্ট জয়ের সমান টেস্ট জয় করলেন তিনি। টেস্টে ২৭ জয় পেতে অধিনায়ক হিসেবে কোহলি খেলেছেন ৪৭টি ম্যাচ, যেখানে ধোনির প্রয়োজন পড়েছিল ৬০টি ম্যাচ। এছাড়া বিদেশের মাটিতে ১২টি টেস্ট জয় করতে অধিনায়ক কোহলি খেলেছেন মাত্র ২৬টি ম্যাচ সেখানে গাঙ্গুলি খেলেছিলেন ২৮টি টেস্ট। এন্টিগায় ভারতের ছুঁড়ে দেওয়া ৪১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ। জাসপ্রিত বুমরাহর পেসের সামনে যেন অসহায় হয়ে পড়ে ক্যারিবীয়রা। এর আগে প্রথম ইনিংসে অজিঙ্কিয়া রাহানের ৮১ রানের ওপর ভর করে ভারত অল আউট হয় ২৬৭ রানে। জবাবে প্রথম ইনিংসে উইন্ডিজ করে মাত্র ২২২ রান। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে অজিঙ্কিয়া রাহানের ১০২ আর হানুমা বিহারির ৯৩ রানে ভর করে ৩৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কোহলি। ৪১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই অল আউট হয়ে যায় উইন্ডিজ। জাসপ্রিত বুমরাহ নেন ৫ উইকেট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট