চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে আফগান ব্যাটসম্যান নিষিদ্ধ

পূর্বকোণ ডেস্ক

১১ মে, ২০২০ | ২:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) সর্বশেষ আসরে খেলা আফগান ক্রিকেটার শফিউকউল্লাহ শফিককে ৬ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) তিনি ফিক্সিংয়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে ।

শফিকুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, স্পট ফিক্সিংয়ের জন্য ঘুষ গ্রহণ কিংবা ঘুষ নিতে চাওয়া, তদন্ত কাজে বাধা দেয়াসহ আরো কয়েকটি অভিযোগ। এসিবির দুর্নীতি দমন ইউনিটের সিনিয়র কর্মকর্তা সাঈদ আনোয়ার শাহ কোরায়েশী বলেন, ‘এসিবির দুর্নীতি দমন ইউনিট ধারণার চেয়েও শক্তিশালী। এটা অন্যান্য খেলোয়াড়দের জন্য সতর্ক বার্তা।’

গতবছর বিপিএলে সিলেট থান্ডার্সের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি আফগানিস্তানের হয়ে ২৪ ওয়ানডে ৪৬ টি-টোয়েন্টি খেলা ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ছয় বছরের জন্য ক্রিকেট থেকে দূরে সরে থাকতে হবে তাকে।

পূর্বকোণ /- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট