চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তবু অনুশীলনে মুশফিক

স্পোর্টস ডেস্ক

৬ মার্চ, ২০২০ | ৬:১১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ে ক্রিকেট দলের অনুশীলন ছিলো বেলা সাড়ে ১০টায়। প্রায় আধঘণ্টা দেরি করে তারা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করলো গতকাল বেলা ১১টায়। ওয়ার্ম আপের পর দলের সদস্যদের কয়েকভাগে বিভক্ত করে কোচিং স্টাফরা শুরু করেন ক্যাচিং, ফিল্ডিং ও থ্রোয়িং ড্রিল। প্রায় ঘণ্টাখানেক জিম্বাবুয়ের অনুশীলনে সিলেট স্টেডিয়ামের চিত্রটা স্বাভাবিকই ছিলো। কিন্তু দুপুর ১২টা বাজতেই দেখা গেল বাংলাদেশ দলের প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আসছেন ছোটখাটো গড়নের এক ক্রিকেটার। কাছে আসতেই বোঝা গেল, তিনি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের গতকালের অনুশীলনের সূচি ঠিক করা ছিল দুপুর দেড়টা থেকে। তাই স্বাভাবিকভাবেই মুশফিককে প্রায় দেড় ঘণ্টা আগে মাঠে উপস্থিত দেখে উপস্থিত সংবাদকর্মীদের চক্ষু চড়কগাছ। মুশফিক অনুশীলনে অন্যদের চেয়ে বেশি সময় দেন, তা সবার জানা। তাই বলে সিরিজ নিশ্চিত হওয়ার পরেও তৃতীয় ওয়ানডের আগে একা একা এই অনুশীলন! বেশ অবাক করার মতোই। মুশফিক যখন মাঠে ঢোকেন, তখন তার আশপাশে কোচিং স্টাফ কিংবা টিম বয়দের কেউই ছিলেন না। তিনি একা একাই ক্লাব হাউজের পাশ দিয়ে রানিং করেন প্রায় ১২ মিনিট ধরে। একা একাই চলে এই রানিং সেশন পরে কিছুক্ষণ ডাগআউটে বসে থেকে চলে যান প্যাভিলিয়নের ভেতরে। প্যাভিলিয়নে কিছু সময় বিশ্রাম করে ১২.৪৫ মিনিট থেকে শুরু করেন ব্যাটিং অনুশীলন। অনুশীলনে মুশফিকের এমন সিরিয়াস উপস্থিতি সবসময়ই দেখা যায়। কিন্তু যখন বাতাসে ঘুরছে, তৃতীয় ওয়ানডের একাদশে রাখা হবে না তাকে- তখনই দলের বাকি সদস্যদের টিম হোটেলে রেখে একাই অনুশীলনে এলেন তিনি। বরাবরের মতই জেদি মুশফিক এবারও একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জনেই ভেতরে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন সবার আগে অনুশীলনে এসে, এমনটাই ধারণা উপস্থিত সংবাদকর্মীদের। উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচের দিন ইনিংস ব্রেকে অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, সিরিজ নিশ্চিত হয়ে গেলে তৃতীয় ম্যাচের একাদশে রাখা হবে না মুশফিককে। সেটি সত্য হলে আজ সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট