চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

প্রথম দিনে ৬টি খেলার নিষ্পত্তি চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক হ ............................

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৩ পূর্বাহ্ণ

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। তিনি খেলোয়ারদের সাথে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এতে উদ্বোধনী দিনে দু-বিভাগে ৩টি করে মোট ৬টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গমাতায় রাঙ্গামাটি জেলা দল নোয়াখালী জেলা দলকে সহজেই ৭-০ গোলে পরাজিত করেছে। এ খেলায় হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন পায়েল চাকমা। দিনের ২য় খেলায় সুমাইয়া সুুলতানা দেয়া গোলে ফেনী জেলা দল ১-০’তে কুমিল্লা জেলা দলকে হারিয়েছে। শেষ ম্যাচে খাগড়াছড়ি জেলা ১-০ গোলে চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে। একমাত্র জয়সূচক গোলটি করেন মিমি ত্রিপুরা। বঙ্গবন্ধু ফুটবলে অনুষ্ঠিত ৩টি খেলায় রাঙ্গামাটি জেলা দল নোয়াখালী জেলা দলকে, ফেনী জেলা দল ৫-০ গোলে কুমিল্লা জেলা দলকে এবং চাঁদপুর জেলা দল ৫-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করেছে। আজ থেকে উভয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে বঙ্গমাতায় রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা দল, ফেনী ও লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও বান্দরবান এবং চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মুখোমুখি হবে। এছাড়া বঙ্গবন্ধু ফুটবলে রাঙ্গামাটি ও কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুর, চাঁদপুর ও বান্দরবান এবং চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. সুলতান মিয়ার সভাপতিত্বে ও নোয়াখালী জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়ার সঞ্চালনায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আবু হাসান সিদ্দিক, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। খেলার ধারা বর্ণনায় ছিলেন হাটহাজারীর সহকারি শিক্ষা অফিসার তাসনীম আক্তার কাকলী ও আবদুল মান্নান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট