চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত, কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার ( ১৪ মে) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ছে। এবার ছুটিতে যান চলাচল ও জনসমাগম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আজ বুধবার সন্ধ্যায়  ছুটি বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি গণম্যাধমকে  নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান , ছুটির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত পেয়েছেন তাঁরা। ছুটিতে ঈদের আগের চার দিন ও পরের দুদিন অর্থাৎ সাত দিন সাধারণ পরিবহন চলাচলে খুব কঠোরতা থাকবে। লরি, কাভার্ড ভ্যানের মতো অতিজরুরি পরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে কঠোরতা থাকবে। আর যে যেখানে আছেন, সবাই সেখানেই ঈদ করতে হবে । কোনভাবেই এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে ঈদ করা যাবে না।

উল্লেখ্য , দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এ অবস্থায় জনসমাগম এড়াতে সরকার কঠোর হতে চলেছে।

পূর্বকোণ/- আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট