চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২০ | ৫:১৩ অপরাহ্ণ

২০২০ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। তারা দু’জনেই যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দ্য রয়েল সুইডিশ একাডেমি সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে।

আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের (অকশন থিওরি) উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য তাঁরা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানায়, নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম রীতি আবিষ্কারের জন্য পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাঁদের আবিষ্কার বিশ্বব্যাপী বিক্রেতা, ক্রেতা এবং করদাতাদের উপকৃত করেছে।

প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দুইজন নারীসহ ৮৪ জন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট