চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তিনদিন ধরে অস্ট্রেলিয়ায় করোনায় কেউ মারা যাননি

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২০ | ৯:৪১ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় করোনায় টানা তিন দিন মৃত্যুহীন দিন পার করছে। দেশটির দক্ষিণপূর্বের রাজ্য ভিক্টোরিয়ায় শনিবার ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়। এই রাজ্যের রাজধানী মেলবোর্ন। ভিক্টোরিয়ায় গত দুই সপ্তাহে প্রতিদিন গড়ে ৯ দশমিক ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই গড় পাঁচের নিচে নেমে আসলে বিধিনিষেধ শিথিল বা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে শনিবার তিনজন নতুন রোগী শনাক্ত হয়; কুইন্সল্যান্ডে একজন। করোনাভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার সাফল্য প্রশংসনীয়। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ২৭ হাজার ২০০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৯৭ জন। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে শনিবার চারজন নতুন রোগী শনাক্ত হয়। তাদের সবাই ভ্রমণ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট