চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ মহামারি নিয়ন্ত্রণে বাধা হবার আশঙ্কা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর, ২০২০ | ২:২৭ অপরাহ্ণ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুরো বিশ্ব ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে। যদিও এখন পর্যন্ত কার্যকরী কোন টিকা আবিষ্কার করা সম্ভব হয় নি। এরকম পরিস্থিতিতে স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে দীর্ঘায়িত হবে মহামারি। অর্থাৎ মহামারি নিয়ন্ত্রণে এ ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, মহামারির এ পর্যায়ে তরুণ, এমনকি শিশুদের মধ্যেও বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় দ্রুততম সময়ে এবং কার্যকরভাবে মহামারি নিয়ন্ত্রণে ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ’ ঠেকাতে হবে বিশ্বকে। তাই সীমিত উৎপাদনের কথা মাথায় রেখে সব দেশে টিকাগ্রহীতার অগ্রাধিকার তালিকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম জানান, ভ্যাকসিন আবিষ্কার হলেও যেহেতু এর উৎপাদন হবে সীমিত, সেহেতু টিকাদানে অগ্রাধিকার কাদের দেয়া উচিত, তা বুঝতে হবে। স্বল্প আয়ের দেশগুলো ভ্যাকসিন একেবারেই না পেলে মহামারি অনেক বেশি দীর্ঘায়িত হবে। তাই জাতীয় এবং বৈশ্বিক স্বার্থে ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করা দরকার বলে তিনি মনে করেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট