চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দাউদ ইব্রাহিম সস্ত্রীক করোনা আক্রান্ত

দাউদ ইব্রাহিম সস্ত্রীক করোনা আক্রান্ত

৫ জুন, ২০২০ | ১০:৩১ অপরাহ্ণ

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের প্রধান হোতা দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী মেহজাবিনও আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা সংক্রমিত হয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড ডনের ব্যক্তিগত দেহরক্ষী ও কর্মীরাও। আজ শুক্রবার (৫ জুন) দাউদ ইব্রাহিমকে করাচির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম খবর নিউজ১৮।

প্রসঙ্গত, সপরিবারে দাউদ যে পাকিস্তানে লুকিয়ে রয়েছেন এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছেন। এসবের তথ্যপ্রমাণসহ নয়াদিল্লি অনেক আগেই ইসলামাবাদকে জানিয়েছে । কিন্তু এমন তথ্য বারবার অস্বীকার করে আসছে পাকিস্তান। এমনকি ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী দুবাই-শারজাতেও দাউদের আনাগোনা রয়েছে।

২০১৭ সালে দাউদ অসুস্থ বলে খবর ছড়ালেও পুলিশি হেফাজতে থাকা তার ভাই কাসকরা তা ভিত্তিহীন বলে জানায়। কাসকর দাবি করে, দাউদ পুরোপুরি সুস্থ ও নিরাপত্তা নিয়ে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন।

এরপর ২০১৮ সালে দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি শর্তসাপেক্ষে দাউদ আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট